সর্বশেষ

41.3 C
Rajshahi
মঙ্গলবার, জুন ৬, ২০২৩

অনাগত যমজ সন্তানকে হারিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ

- Advertisement -

টপ নিউজ ডেক্স: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ হারিয়েছেন অনাগত যমজ সন্তানকে । নিজেই বিষয়টি জানিয়েছেন সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে ।

- - Advertisement - -

নিজের ফেসবুকে মঙ্গলবার (২৩ মে)  কবরের সামনে একটি ছবি পোস্ট করে লিখেছেন ইরফান সাজ্জাদ, ‘তাদের নাম রেখেছিলাম প্রিয়া আর মায়া। তারা আল্লাহর বেশি প্রিয় হয়ে গেল…!’

- Advertisement -

এ প্রসঙ্গে ইরফান গণমাধ্যমকে বলেন, ‘আমার স্ত্রী শারমিন সাজ্জাদ  অসুস্থ দেড় বছর ধরে। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চলছিল তার নিয়মিত চিকিৎসা। এর মধ্যে জানতে পারি অন্তঃসত্ত্বা আমার স্ত্রী। আমি এ কারণে  সেভাবে কাজ করিনি দেড় বছর। চেষ্টা করেছি সব সময় পরিবারকে সময় দেওয়ার।’

তিনি আরও বলেন, ‘গত (৫ মে) দুপুরে টিকিট কনফার্ম করা ছিল চেন্নাই থেকে ঢাকার ফ্লাইটের। কিন্তু হঠাৎ সেদিন সকালে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়, বড় সার্জারি হয় তার। কিন্তু চিকিৎসক আর পৃথিবীর আলো দেখাতে পারেননি আমাদের ছয় মাসের অনাগত সন্তানকে। আমার স্ত্রীর শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে চিকিৎসকের হাতে কোনো উপায় ছিল না সেই মুহূর্তে আমাদের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর।’

সবশেষে ইরফান বলেন, ‘আমার স্ত্রী বর্তমানে অসুস্থ রয়েছে। সন্তান কী সেটা উপলব্ধি করছি, এই ফিলিং আসলেই ভাষায় প্রকাশ করার মতো নেই মানসিক অবস্থা । দোয়া করবেন যেন সুস্থ স্ত্রীকে নিয়ে দেশে ফিরতে পারি শিগগিরই।’

সম্পাদনায়: শাহনাজ সাফা

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page