সর্বশেষ

28.5 C
Rajshahi
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

অপরিপক্ব লিচু বেশ চড়া দামে বিক্রি হচ্ছে

টপ নিউজ ডেস্কঃ মৌসুমের আগেই বাজারে অপরিপক্ব লিচু আসতে শুরু করেছে । তবে এসব লিচু বিক্রিও হচ্ছে রাজধানীতে বেশ চড়া দামে। ২০০ টাকা থেকে শুরু করে অঞ্চলভেদে ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ।

রোববার (৯ মে) রাজধানীর পল্টন, গুলিস্তান এলাকার বাজার ঘুরে জানা গেছে এসব তথ্য ।

বিক্রেতারা বলেন , মৌসুমের শুরু হওয়ায় একটু বেশি দামটা । তবে, লিচুতে যে পরিপক্কতা আসেনি পুরোপুরি , সেটিও তারা স্বীকার করছেন ।

দেখা যায়, বাজারে লিচু বেশি কেনাবেচা হচ্ছে সোনারগাঁয়ের । ক্রেতারা বলছেন, অন্য এলাকার লিচুর চাইতে লিচু অনেক ভালো সোনারগাঁয়ের । যে কারণে রাখা হচ্ছে বেশি দামটাও । ৪০০ থেকে ৬০০ টাকা দরে একশ লিচু বিক্রি হচ্ছে ।

বাজারে সোনারগাঁওয়ে লিচুর পাশাপাশি মেহেরপুর, দিনাজপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জের লিচুরও রয়েছে চাহিদা । মেহেরপুরের লিচু ২৪০ টাকা থেকে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে । আর কিশোরগঞ্জের লিচু ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles