সর্বশেষ

31.1 C
Rajshahi
শুক্রবার, জুন ৯, ২০২৩

অবশেষে বিজয়ী হলেন ম্যাককার্থি, প্রতিনিধি পরিষদ পেল স্পিকার

- Advertisement -

টপ নিউজ ডেস্কঃ মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী কেভিন ম্যাককার্থি। স্থানীয় সময় আজ শনিবার (৭ জানুয়ারি) মধ্যরাতে স্পিকার হওয়ার জন্য কংগ্রেসের ভোটাভুটিতে তিনি প্রয়োজনীয় সংখ্যক সমর্থন নিজের পক্ষে নিতে সমর্থ হন।

- - Advertisement - -

এ বিষয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, টানা চারদিন ধরে ১৪ দফা ভোটে লড়েন কেভিন ম্যাককার্থি। কিন্তু তিনি ব্যর্থ হন তারই দলীয় কয়েকজন কট্টরপন্থী নেতাদের ভোট টানতে। অবশেষে ১৫ দফা ভোটে তাদের অধিকাংশের সমর্থন লাভ করেন তিনি।

- Advertisement -

এবারের ভোটাভুটি মার্কিন কংগ্রেসের স্পিকার নির্বাচনের ক্ষেত্রে ভোটাভুটির ক্ষেত্রে রয়েছে পঞ্চম স্থানে। এর আগে, ১৮৫৬ সালে স্পিকার নির্বাচন করতে গিয়ে মার্কিন কংগ্রেস বেশ ঝামেলায় পড়েছিল। সেবার ভোট গ্রহণ করতে হয়েছে মোট ১৩৩ দফা। এতে প্রায় ২ মাস সময় লেগেছিল। বিগত ১০০ বছরে আর কখনোই স্পিকার নির্বাচন করতে গিয়ে দ্বিতীয় দফা ভোট গ্রহণ করতে হয়নি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ম্যাককার্থির বিরোধিতা করেছেন রিপাবলিকান দলের অন্তত ২০ জন সদস্য। তবে শেষ অবধি তিনিই যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভসের ৬৪তম স্পিকার হিসেবে নির্বাচন হলেন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page