টপ নিউজ ডেস্কঃ বিয়ে করেছেন বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুলে’র প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ।
আজ রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবারের মানুষদের উপস্থিতিতে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এছাড়া বিয়ের কিছু ছবি শেয়ার করেন ‘নিজের বলার মতো একটা গল্প’ উদ্যোক্তা প্লাটফর্মের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ তার ভেরিফায়েড আইডিতে।
এর আগে ‘বিয়ে করছেন আয়মান-মুনজেরিন’ এ সংক্রান্ত একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়। নেটিজেনদের মাঝে এ নিয়ে হৈ-চৈ দেখা দিয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর তাদের বিবাহোত্তর সংবর্ধনা ঢাকায় হওয়ার কথা রয়েছে।
সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা