সর্বশেষ

24.8 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

‘অস্তিত্বহীন’ হাসপাতালে রয়েছেন ৭ চিকিৎসক

টপ নিউজ ডেস্কঃ জমি অধিগ্রহণ জটিলতার কারণে প্রায় ১৫ বছর ধরে আটকে আছে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের ২০ শয্যাবিশিষ্ট নির্মাণ কাজ দুটি সরকারি হাসপাতালের । এর ফলে জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ দুটি থানায় প্রায় ১৫ লাখের বেশি মানুষ বসবাসরত । অথচ স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকায় নাম থাকায় অদৃশ্য ওই হাসপাতাল দুটিতে দীর্ঘদিন ধরে সাতজন চিকিৎসককে নিয়োগ দিয়ে রাখা হয়েছে।

এদিকে, অদৃশ্য এই দুটি হাসপাতাল ঠিক কবে নাগাদ নির্মাণ হবে কিংবা আদৌ হবে কি না এমন প্রশ্নের কারও জানা নেই সঠিক জবাবও । শিল্প ও ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জ দুটি পৃথক থানা এলাকা। বর্তমানে দুই থানার মানুষকে দীর্ঘপথ ও চিকিৎসার জন্য শহরের খানপুরে যানজট পাড়ি দিয়ে অবস্থিত ৩০০ শয্যা নারায়ণগঞ্জ হাসপাতাল ও ১০০ শয্যার নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে যেতে হয়।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles