সর্বশেষ

37 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

টপ নিউজ ডেস্কঃ চট্টগ্রামের মিরসরাইয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে। আজ রোববার (১ জানুযারি) ভোরে মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজনকে কেন্দ্র করে সংঘর্ষের এ ঘটনা ঘটে উপজেলার জোরারগঞ্জ বাজারে মুক্তিযোদ্ধা হোটেলের সামনে।

এ সময় দুইপক্ষের গুলিবিদ্ধসহ অন্তত ১৫ আহত হয়েছেন। আহত ব্যক্তিরা সকলেই ছাত্রলীগ এবং যুবলীগের কর্মী।

পুলিশ জানায়, মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে গত ২২ ডিসেম্বর থেকে জোরারগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়। আজ ছিল মেলার শেষ দিন।

মেলা শেষ হওয়ার পর ভোররাত সাড়ে চারটার দিকে মেলার আয়োজক কমিটির সমন্বয়ক ও জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিমের অনুসারীদের সঙ্গে জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাইনুদ্দিন টিটুর অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় ছররা গুলিতে ৭ জনসহ মোট আহত হন ১৫ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ সাতজন চিকিৎসাধীন রয়েছে।

সংঘর্ষের কারন সম্পর্কে জিজ্ঞেস করলে দুইপক্ষ একে অপরকে দোষারোপ করে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles