সর্বশেষ

27.2 C
Rajshahi
সোমবার, অক্টোবর ২, ২০২৩

আগামী দু-একদিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে;প্রতিমন্ত্রী

- Advertisement -

টপ নিউজ ডেস্কঃ আগামী দু-একদিনের মধ্যে সমন্বয় করা হবে জ্বালানি তেলের দাম বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন।

সোমবার (২৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান প্রতিমন্ত্রী । ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে রোববার জাতীয় রাজস্ব বোর্ড প্রজ্ঞাপন জারি করেছে । জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বালানি তেল আমদানিতে করের ব্যাপারে দেওয়া হয়েছে আমাদের কিছু সুবিধা । সেই সুবিধার কারণে আমরা হয়তো চিন্তা করছি যে, তেলের দাম হয়তো আমরা সমন্বয় করতে পারবো। সেটার হিসাবটা এখনও যাচাই-বাছাই চলছে। আমরা আশা করছি, এখানে হয়তো একটা পরিবর্তন আসবে। সরকার যেহেতু শুল্ক ছাড় দিয়েছে। সেটা হয়তো কিছুটা আমাদের জন্য…তবে আবার বেড়ে গেছে তেলের মার্কেট ।’

- - Advertisement - -

তিনি বলেন, ‘তেলের বাজার এখন ১৫০ ডলারের (প্রতি ব্যারেল) উপরে চলে গেছে, যেটা আগে ছিল ১৩০ ডলার । এই অবস্থায় আমরা দাম কতটুকু সমন্বয় করতে পারবো, কারণ এখানে ভর্তুকির বড় একটা অংশ যোগ হবে আবার । যখন ডিজেল ১১৪ টাকা ছিল তখন ডিজেলে ভর্তুকি ছিল আট টাকার উপরে , এখন হয়তো আরও বাড়বে সেই জায়গাটা ।’

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles