সর্বশেষ

36.1 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আগুনে পুড়ে ছাই ঘর, বৃদ্ধার মৃত্যু শোকে

টপ নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের হরিরামপুরে আগুনে চারটি পরিবারের সাত ঘর পুড়ে গেছে। পুড়েছে ধান, পেঁয়াজ এবং গবাদি পশু। এ সময় শোকে সালিয়া বেগম (৭০) নামে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার । শনিবার (৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামে । জানা গেছে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে । গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন মোল্লা লাভলু জানান, গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামের জামাল মল্লিক, শহিদুল মল্লিক, ইসলাম মল্লিক ও রাবেয়া বেগমের থাকার ঘর ও গোয়াল ঘরসহ (গরুর ঘর) পুড়ে গেছে সাতটি টিনের ঘর । ঘরের ভেতরে থাকা প্রায় ৭০ মণ ধান ও ১০০ কেজি নষ্ট হয়ে যায় পেঁয়াজও পুরে । পুড়ে একটি ছাগল মারা গেছে । চেয়ারম্যান আরও জানান, অগ্নিকাণ্ডের সময় ক্ষয়ক্ষতি দেখে অসুস্থ হয়ে পড়েন জামাল মল্লিকের মা সালিনা বেগম । পরে তাকে স্থানীয় ঝিটকা আবির মেডিকেল সেন্টারে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক ।

হরিরামপুর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে । ৫৫ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন । একটি রান্না ঘর থেকে সূত্রপাত হয় আগুনের । কাজ চলছে ক্ষয়ক্ষতি নিরূপণে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles