সর্বশেষ

26.5 C
Rajshahi
বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩

আজকে আমাদের মাথাপিছু আয় আড়াই হাজার ডলার:ওবায়দুল কাদের

- Advertisement -

টপ নিউজ ডেস্কঃ আগামী ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ৪ হাজার ডলার হবে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেছেন ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে । আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনা সভার সভাপতিত্ব করছেন ।

- - Advertisement - -

আলোচনা সভায়টি বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ।

তিনি বলেন, আজকে আমাদের মাথাপিছু আয় আড়াই হাজার ডলার।

- Advertisement -

আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ সর্বশেষ প্রতিবেদনে বলেছে, বাংলাদেশ এখন পৃথিবীর ৩৫তম অর্থনৈতিক দেশ। এগিয়ে চলছে যেভাবে, ২০২৬ সালে আমাদের মাথাপিছু আয় ৪ হাজার ডলারে উন্নতি হবে।

তিনি বলেন,আজ শেখ হাসিনা মুক্তির সংগ্রাম করছেন। বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে ভিশন ২০৪১, ২১০০ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।

পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল, একদিনে শত সেতু-শত রাস্তা, বাংলাদেশ সারা বিশ্বের বিস্ময় আজ ।

রিজার্ভ নিয়ে পাকিস্তানের রাষ্ট্রদূতের হতাশার কথা সিঙ্গাপুরে শুনে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, রিজার্ভ স্থিতিশীল আমাদের। আমাদের জিডিপি এখন সাড়ে সাত। আমরা গর্ব করে বলতে পারি শেখ হাসিনার নেতৃত্বে শুরু হয়েছে যে উন্নয়ন অভিযাত্রা , আমরা আরও এগিয়ে যাব।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles