নিজস্ব প্রতিবেদক (হাবিবা সুলতানা): আজ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ২৫ মার্চের গণহত্যার পর এবং জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঘোষণায় বাঙালী ঝাঁপিয়ে পরে মুক্তিযুদ্ধে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ মুক্ত হয়।
দিবসটি উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা আয়োজনে দিবসটি উদযাপন হচ্ছে দেশজুড়ে। রাজশাহীতে দিনের শুরু হয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। এরপর রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব আব্দুল জলিল, প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ও সরকারের অতিরিক্ত সচিব জনাব জি এস এম জাফরউল্লাহ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম ডিআইজি, আরএমপির কমিশনার আবু কালাম সিদ্দিক ও রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)।

পবিত্র কোরান, গীতা ও বাইবেল থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর সভাপতি জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলণ করেন। এরপর বেলুন ফেস্টুন উড়ানো ও জাতীয় শ্লোগান দেওয়া হয়। অতঃপর সভাপতির অনুমতিতে কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

