সর্বশেষ

33.9 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আফগানিস্তানকে অনুদান দিবে বাংলাদেশ সরকার

টপ নিউজ ডেক্সঃ আফগানিস্তানে তীব্র খাদ্য ও অন্যান্য সঙ্কটের পরিপ্রেক্ষিতে দেশটিকে নগদ এক কোটি টাকা অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। জাতিসংঘের মানবিক সহায়তা ও সমন্বয়কারী সংস্থা ইউএনওসিএইচএ-এর তহবিলে এ অর্থ দেবে বাংলাদেশ সরকার। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। অনলাইন সূ্ত্রে এ তথ্য পাওয়া গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ মাধ্যমকে জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও নির্দেশনার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ওই অর্থ পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন, নিউইয়র্ক, বাংলাদেশ সরকারের পক্ষে ইউএনওসিএইচএ-এর মাধ্যমে আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য গঠিত বিশেষ তহবিলে অনুদানের অর্থ পাঠাবে সরকার এবং এ সংক্রান্ত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

এ অর্থ জাতিসংঘ, ইউএনওসিএইচএ-এর মাধ্যমে আফগানিস্তানের সঙ্কটাপন্ন সাধারণ জনগণের জন্য ব্যয় করা হবে। এ অনুদান প্রধানমন্ত্রী কর্তৃক অনুসৃত আঞ্চলিক ভ্রাতৃত্ববোধ, দক্ষিণ এশিয়ার সমন্বিত উন্নয়ন এবং সবার প্রতি সবার সহযোগিতার নীতির বাস্তব প্রতিফলন বলওে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্পাদনায়ঃ শাহাদাত হোসাইন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles