সর্বশেষ

41.3 C
Rajshahi
মঙ্গলবার, জুন ৬, ২০২৩

ঈদের পরবর্তী বাজারদর

- Advertisement -

টপ নিউজ ডেক্স: রমজানের আমেজ শেষ, আগের অবস্থায় ফিরতে শুরু করেছে সবকিছু।

- - Advertisement - -

আজ রাজশাহীর নিউ মার্কেট সংলগ্ন বাজার বাজার ঘুরে জানা যায় বিভিন্ন নিত্য পণ্যের দাম, যার মধ্যে রয়েছে আমিষ, কাঁচা বাজারসহ বিভিন্ন পণ্য।

- Advertisement -

চালের মধ্যে আটাশ চাল ৬৪-৬৫ টাকা কেজি,  মিনিকেট ৭৫ টাকা, বাসমতি চাল ৮৫, রকম ভেদে পোলাও এর চাল ১২০-১৪০ টাকা কেজি। মুসুরের ডাল ১০০-১৪০, কালাই এর ডাল ১৬০ টাকা , লেবণ ৩৮-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চিনির দাম আরও বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ টাকা দরে। সয়াবিন তেল প্রতি লিটার ১৮৫ টাকা ও সরিষার তেল ২২০ টাকা লিটার। বড় আলু ৩০-৩২ টাকা, পিয়াজ ৪০-৫২ টাকা, আদা-রসুন ১৬০ টাকা দর আজকের বাজারে।

সবজির বাজারের আজকের দর পটল ৪০, করলা ৬০, ঢেঁরশ ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি, বরবটি ৮০ টাকা, বেগুন ৪০, শসা ৬০ টাকা, সজিনা ১২০, কাঁচা পেঁপে ৪০ টাকা কেজি, টমেটো ৩০ টাকা কেজি। শাকের মধ্যে পুঁই শাক ২০ টাকা কেজি, লাল শাক ২০ টাকা কেজি, পাট শাক ২০ টাকা আটি বিক্রি হচ্ছে। কাঁচা কলা ২০ টাকা হালি ও কাঁচা কাঁঠাল এক ফালি ২০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অন্যদিকে গরুর মাংস ৭০০-৭২০ টাকা কেজি, খাসির মাংস  ১০০০ টাকা, বয়লার মুরগি ২৪০, সোনালী মুরগি ৩২০-৩৪০ টাকা কেজি। আর মাছের ক্ষেত্রে পাঙ্গাস ১৬০ টাকা, মিরকা ১৮০, টেংড়া ৫২০ টাকা, শোল মাছ ৫০০ টাকা কেজি।  

সম্পাদনায়: শাহনাজ সাফা

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page