সর্বশেষ

26.9 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

এবার ইউক্রেনের সাহায্যার্থে নিজের ইনস্টা অ্যাকাউন্ট ছেড়ে দিলেন বেকহ্যাম

টপ নিউজ ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই ইউক্রেনবাসীর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেক স্বনামধন্য ব্যক্তিত্ব। এবার সেই তালিকায় নাম জুড়লো ইংল্যান্ডের ফুটবল তারকা ডেভিড বেকহ্যামের। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তুলে দিয়েছেন ইউক্রেনের এক চিকিৎসকের হাতে। সেই দেশের পরিস্থিতি যেন অধিক মানুষের কাছে পৌঁছায় সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ  নিয়েছেন বেকহ্যাম।

৭ কোটি ১৪ লক্ষেরও বেশি অনুরাগী রয়েছে বেকহ্যামের ইনস্টাগ্রামে। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইরিনার হাতে তুলে দিয়েছি,  যিনি খারকিভেরিএকটি প্রসূতি হাসপাতালের প্রধান। যুদ্ধের মধ্যেই ইরিনা ও তাঁর সহকর্মীরা নতুন প্রাণকে পৃথিবীর আলো দেখানোর কাজ করে যাচ্ছেন। তাঁদের লড়াইয়ের গল্পই  আমার ইনস্টাগ্রামে দেখতে পাবেন আপনারা। যতটুকু সম্ভব সাহায্য করুন। আমার ইনস্টাগ্রামের মাধ্যমেই সাহায্য করতে পারবেন। সবাই এগিয়ে আসুন।’’

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

উৎসঃ আনন্দবাজার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles