সর্বশেষ

29.8 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

এবার ফেরিতে আগুন, হতাহতের ঘটনা নেই

টপ নিউজ ডেক্সঃ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে যাওয়ার সময় একটি ফেরিতে আগুন লাগে। ফেরিটির নাম রোকেয়া। আজ শনিবার ভোর সোয়া পাঁচটার দিকে মাঝিকান্দি চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। জানা যায় দুর্ঘটনাকবলিত ফেরি রোকেয়া শরীয়তপুরের মাঝিকান্দি ঘাটের দিকে যাচ্ছিল।

ঘাট ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজো যাত্রী ও যানবাহন নিয়ে ফেরি রোকেয়া শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি যাচ্ছিল। মাঝিকান্দি চ্যানেলে ঢোকার পর ফেরির একটি কক্ষে হঠাৎ আগুন লেগে যায়। সে সময় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে ফেরির পাম্পের পানি দিয়ে আগুন নেভানো হয়। ফেরির ওই কক্ষের বিছানা ও আসবাবপত্র পুড়ে যায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ভোর পৌনে পাঁচটার দিকে ফেরি রোকেয়া ৩৫ থেকে ৪০টি গাড়ি ও যাত্রী নিয়ে শরীয়তপুরের মাঝিকান্দি ঘাটের দিকে যাচ্ছিল। মাঝিকান্দি চ্যানেলে পৌঁছালে ক্যানটিনের পাশের একটি তালাবদ্ধ কক্ষ থেকে ধোঁয়া বের হতে থাকে। কিন্তু দ্রুতই আগুন নিয়ন্ত্রণ করা হয়। এতে কেউ হতাহত হয়নি। ফেরিটি মাঝিকান্দি ঘাটে গিয়ে আনলোড করেছে। এবং পরে ফেরিটি আবার যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাটে ফেরতএসেছে।

সম্পাদনায়ঃ শাহাদাত হোসাইন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles