সর্বশেষ

41.7 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

ওরা বাজে উইকেটে খেলে অভ্যস্ত : ডমিঙ্গো

টপ নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কা বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ। আর এ হার শুধু হার নয় রীতিমতো নাকানি-চুবানি খেয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৭ মে) ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে হেড কোচ রাসের ডমিঙ্গো জানালেন, ওরা বাজে উইকেটে খেলে অভ্যস্ত তাই ভালো করতে পারছে না। যত ভালো উইকেটে আমরা খেলব, ক্রিকেটারদের উন্নতিও ততো ভালো হবে।।

২০১৬ সালে ঢাকায় স্পিন সহায়ক উইকেট বানিয়ে ইংল্যান্ড বধের পর ২০১৭ সালে অস্ট্রেলিয়াকেও একই পদ্ধতিতে পরাজিত করে বাংলাদেশ দল। স্পিনের ফাঁদে ফেলে একই প্রক্রিয়ায় ২০১৮ সালে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা। ডমিঙ্গো মনে করেন ক্রিকেটারদের পারফরম্যান্সে উন্নতি আনতে হলে, টেস্ট সংস্কৃতি গড়তে হলে ভালো উইকেটে খেলতে হবে। যা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্ট।

ডমিঙ্গো বলছিলেন, ‘আমাদের টেস্ট সংস্কৃতি গড়তে হলে, ক্রিকেটারদের পারফরম্যান্সে উন্নতি আনতে হলে ভালো উইকেটে খেলতে হবে। এই টেস্টের উইকেট ভালো ছিল। টেস্টের পঞ্চম দিন ফল এসেছে, চট্টগ্রাম ফ্ল্যাট ছিল। কিন্তু সেখানেও ফল হতে পারত। আমি হতাশাটা বুঝতে পারছি। ওরা বাজে উইকেটে খেলে অভ্যস্ত তাই ভালো করতে পারছে না। যত ভালো উইকেটে আমরা খেলব, ক্রিকেটারদের উন্নতিও ততো ভালো হবে।’

ডমিঙ্গো সঙ্গে যোগ করেন, ‘আমি জানি সবাই জিততে চাচ্ছে। চট জলদি ফলাফলের সুযোগ আছে। বাজে উইকেটে খেলে প্রতিপক্ষকে ১০০ রানে অলআউট করে ফেলে আমরা ১২০ রান করব। কিন্তু এভাবে খেললে দল উন্নতি করবে না। এভাবে খেলেও কিন্তু আমরা সিরিজ জিততে পারিনি।’

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles