সর্বশেষ

42.1 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

কাঁচামরিচ ২২০টাকা কেজি, স্থির নেই পেঁয়াজ-রসুনের দাম

টপ নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে দুদিনের ব্যবধানে কেজিতে ৪০ টাকা কাঁচামরিচের দাম বেড়েছে । খোলাবাজারে কেজিপ্রতি ২২০ টাকা ধরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে । অস্বাভাবিক মূল্যবৃদির ফেলে ক্রেতারা ক্রয়ক্ষমতা হারাচ্ছেন । শুক্রবার (১২ আগস্ট) সকালে বাজার ঘুরে দেখা যায়, ১৮০ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২২০ টাকায় । কেজিতে পেঁয়াজের দাম ১০ টাকা বেড়েছে , রসুনে ১৫ টাকা, শসায় ২০ টাকা, ৫০ টাকা বেগুনে । এছাড়াও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে দিনের পর দিন ।

এক ক্রেতা জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম এভাবে বাড়তে থাকলে কষ্টকর হয়ে উঠবে জীবনধারণ । ওঠানামা করছে কাঁচামরিচের দাম । শুধু মরিচ নয় দাম বৃদ্ধি পাচ্ছে সব ধরনের পণ্যের । দাম বাড়ছে পর্যাপ্ত উৎপাদন ও মালামাল আমদানি অভাবে।

যে ট্রাক ১২-১৪ হাজার টাকায় নেওয়া যেতো সেটি এখন ১৮-২০ হাজার টাকা। এছাড়া মোকামেও দাম বেশি সব ধরনের কাঁচামালের । আমরা বেশি দামে কিনে পরিবহন খরচ যুক্ত করে বিক্রি করি খুচরা ব্যবসায়ীদের কাছে ।

সম্পাদনায়ঃপূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles