সর্বশেষ

28.3 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

কিয়েভে শক্তিশালী বিস্ফোরণ

টপ নিউজ ডেস্কঃ ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ অতিক্রম করেছে একশ দিন । এর মাঝে খবর পাওয়া গেলো ফের শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে ইউক্রেনের রাজধানী কিয়েভে ।

বেশ কয়েকটির বিস্ফেররণের শব্দ পাওয়া যায় বলে শহরটির মেয়র জানান । এতে একজন আহত হওয়ারও তিনি দাবি করেছেন ।

মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, রোববার বিস্ফোরণ ঘটে বেশ কয়েকটি । যদিও এখনো খবর পাওয়া যায়নি কেউ নিহত হওয়ার । ঐ এলাকায় উদ্ধার কাজ চলছে বলেও তিনি জানান ।

এদিকে, ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সেভেরোদোনেৎস্কের কিছু অংশ দাবি করেছে দেশটি পুনর্দখলে নেয়ার । গত বৃহস্পতিবার লুহানস্কের মেয়র শেহরি হাইদাই জানান, পূর্বাঞ্চলীয় এ শহরের ৭০ শতাংশ চলে গেছে রাশিয়ার হাতে ।

একদিন পরই গত শুক্রবার তিনি আবার বলেন, তীব্র লড়াইয়ের পর রুশ সেনাদের হটিয়ে পুনর্দখল করা হয়েছে শহরটির ২০ শতাংশ ।

ইউক্রেন সেনাদের প্রতিরোধের মুখে রাশিয়া কিয়েভ দখল করতে পারেনি । তবে দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে রুশ সেনারা হামলা জোরদার করে । কয়েক বার যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ অবস্থানে অনড় ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সম্পাদনায়ঃ পূরবী রায়।

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles