টপ নিউজ ডেস্কঃ কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে । এ লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করেছে । ঘোষিত তসিল অনুযায়ী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে কুসিকে ।
সোমবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সম্মেলন কক্ষে দ্বিতীয় সভা শুরু হয় আউয়াল কমিশনের । সভা শেষে সাংবাদিকদের ইসি মো. হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের অধীনে এটিই প্রথম নির্বাচন হতে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব নেওয়ার পর ।
ইসি সচিব বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে শেষ দিন ১৭ মে মনোনয়নপত্র জমা দেওয়ার । মনোনয়নপত্র বাছাই ১৯ ডিসেম্বর ও ২৬ ডিসেম্বর প্রত্যাহারের শেষ সময় , ২৭ মে প্রতীক বরাদ্দ এবং ভোটগ্রহণ ১৫ জুন।