সর্বশেষ

43.1 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

কুড়িগ্রামে এলপি গ্যাস কিনতে হচ্ছে ১০০ টাকা বেশি দিয়ে

টপ নিউজ ডেস্কঃ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসে পড়েছে । কুড়িগ্রামে নির্ধারিত দামের চেয়ে প্রতি সিলিন্ডার গ্যাস কিনতে হচ্ছে ১০০ টাকা বেশিতে । এতে গ্রাহকরা বিপাকে পড়েছেন ।

কুড়িগ্রামের বেশ কয়েকটি গ্যাস ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, সরকার ঘোষিত জ্বালানি তেলের দাম বাড়ার আগের দিন পর্যন্ত প্রতি সিলিন্ডার গ্যাসের দাম ১২৫০ টাকা ছিল । স্থানভেদে যদিও পার্থক্য ছিল ৫-১০ টাকা দামের । সেই গ্যাস এখন ব্যবসায়ীদেরই ১২৯০ টাকায় কিনতে হচ্ছে আর গ্রাহকদের কাছ থেকে ১৩৫০ টাকা নেওয়া হচ্ছে । পৌর শহরের ক্রেতা নমিতা রানী বলেন, ‘গ্যাস সিলিন্ডার নিতে এসে দাম শুনে যেন বাজ পড়ছে মাথায় । প্রতিমাসে এভাবে গ্যাসের দাম বাড়লে রান্না করার মিটে যাবে সাধ । কেন না বাজারে বাড়তি দাম সব জিনিসের । এমনিতে আমাদের মতো নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোকে হিমশিম খেতে হচ্ছে সংসার চালাতে । এর ওপর বাড়তি দাম গ্যাসের । এভাবে চলতে থাকলে গ্যাসের ব্যবহার বন্ধ করা ছাড়া থাকবে না কোনো উপায় ।’

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles