টপ নিউজ ডেস্কঃ মুজিবনগর দিবসে দেশবাসীকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পালনের আহ্বান জানিয়েছেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি বলেন, নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন পদ্মা সেতু এবছরই খুলে দেওয়া সম্ভব হবে চলাচলের জন্য । রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, কর্ণফুলী টানেলসহ মেগাপ্রকল্পগুলোর কাজও এগিয়ে যাচ্ছে নিরবচ্ছিন্নভাবে ।
বাঙালির স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ পথপরিক্রমায় ১৭ এপ্রিল রাষ্ট্রপতি এক স্মরণীয় দিন উল্লেখ করে বলেন, মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে ১৯৭০ এর নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নেতৃত্বে আত্মপ্রকাশ করে একটি সাংবিধানিক সরকার ।
সম্পাদনায়ঃ পূরবী রায় ।