সর্বশেষ

24.8 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

গাইবান্ধার নির্বাচন সুষ্ঠুভাবে করা হবে,চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের

টপ নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, বন্ধ হওয়া গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) উপ-নির্বাচন পুনরায় অনুষ্ঠিত করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে সব ধরনের । আগামী ৪ তারিখের নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় উৎসবমুখর পরিবেশে, সাধারণ মানুষ যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই ভোট দিতে পারে সেজন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। চ্যালেঞ্জ নেওয়া হয়েছে সকল প্রতিবন্ধকতা দূর করে যেকোনো উপায়ে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা হবে। এতে সন্দেহ নেই কোনো।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গাইবান্ধা-৫ শূন্য আসনে নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে ।

তিনি আরও বলেন, আমরা এমন প্রস্তুতি নিয়েছি কোনো ভোটার যেন বলতে না পারে আমি ভোট দিতে পারিনি।

এ অঞ্চলের মানুষ নির্দ্বিধায় ভোটকেন্দ্রে গিয়ে দিতে পারবে ভোট । পাশাপাশি এই নির্বাচনে কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না, সে যেই হোক তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles