সর্বশেষ

31.1 C
Rajshahi
শুক্রবার, জুন ৯, ২০২৩

গোটা বিশ্বে উৎসব শুরু হয়েছে আর্জেন্টাইন ভক্তদের মাঝে

- Advertisement -

টপ নিউজ ডেস্কঃ দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান । অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো ।

ফ্রান্সের বিপক্ষে সর্বকালের সেরা ফাইনালে দুই গোল করে ঘরে তুলেছেন মেসি অধরা সোনালি ট্রফিটা । তাদের বিশ্বকাপ জয়ে যেখানে গোটা বিশ্বে উৎসব শুরু হয়েছে আর্জেন্টাইন ভক্তদের মাঝে , সেখানে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের অবস্থা অনুমেয়ই। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে বহনকারী বিমান ইজাজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

- - Advertisement - -

তখন বুয়েন্স আয়ার্সের রাস্তায় লাখো মানুষ বিশ্বকাপ জয়ী প্রিয় তারকাদের এক পলক দেখার অপেক্ষায় ছিলেন। কেউ পতাকা নিয়ে, কেউ জার্সি পরে, কেউ বা স্লোগান দিয়ে ইউনিসন ও মুচাচোস গান গেয়ে মেসিদের জন্য অপেক্ষা করছিলেন ।

বিশ্বজয়ী মেসি আর ভামোস আর্জেন্টিনা স্লোগানে পুরো শহর প্রকম্পিত হতে থাকে। বিমান থেকে স্বর্ণালি ট্রফি হাতে লিওনেল মেসি যখন নামলেন, তার দিকে লাখো মানুষের দৃষ্টি। এমএলটেনের পেছন পেছন নেমে এলেন বিশ্বজয়ী ফুটবল দলের বাকি সদস্যরা।

- Advertisement -

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page