সর্বশেষ

43.3 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

জেলেন্সকি দ্বারে দ্বারে ঘুরছেন

টপ নিউজ ডেস্কঃ বিশ্বনেতারা নড়েচড়ে বসেছিলেন দিনপঞ্জিকায় গত মাসের ২৪ তারিখে । পাঠক , দর্শক বারবার চোখ রাখছিলেন গণমাধ্যমগুলোতে। ঘটনা যে একেবারে হঠাৎ ঘটেছিল, তা নয়। বেশ কয়েক দিন ধরেই চলছিল বাদানুবাদ, হুমকি-ধমকি, চোখরাঙানি, । যুদ্ধ হবে, না হবে না—এমন ভাবনার মধ্য দিয়ে শেষমেশ ঠিকই বেধে গেল যুদ্ধ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক আঙুলের ইশারাই যথেষ্ট ছিল । গত ২৪ ফেব্রুয়ারি পুতিনের ঘোষণা পেয়ে রুশ সেনারা স্থল, আকাশ ও সমুদ্রপথে সর্বাত্মক হামলা শুরু করেন। হামলার পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মাতৃভূমি রক্ষার জন্য অস্ত্র তুলে নিতে ইউক্রেনবাসীর প্রতি আহ্বান জানান। সেদিনটা জেলেনস্কির আহ্বান জানানোর শুরু ছিল। এরপর থেকে তিনি একের পর এক ভিডিও বার্তায় কতই না আহ্বান জানিয়ে যাচ্ছেন । কত দেশের দ্বারে দ্বারে ঘুরছেন সহযোগিতার জন্য ।

জেলেনস্কি ধারণা করেছিলেন, হামলার পর যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত পশ্চিমা দেশগুলোকে পাশে পাবেন। তবে শুরুর দিকে তাদের কাছ থেকে তিনি আশ্বাস ছাড়া তেমন কিছু পাননি। তাই ভিডিও বার্তায় এসে বলেন, ‘ক্ষমতাধরেরা কেবল দেখছে, আমরা একাই লড়ছি।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles