সর্বশেষ

36.1 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

জ্বালানির হাওয়া এবার মুখরোচক খাবারে

নিজস্ব প্রতিবেদকঃ জ্বালানি তেলের হঠাৎ মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছে জনগণ। বেড়েছে যানবাহনের ভাড়া থেকে সংশ্লিষ্ট সকল সেবার মূল্য। এবার তারই হাওয়া এসে লাগলো চাট-চাট্ঠা বা মুখরোচক খাবারে।

রাজশাহী কলেজের সামনে ‘এক টাকার পানিপুরী’ এখন বিক্রি হচ্ছে এখন দু্ই টাকায়। কারন জিজ্ঞেস করলে বিক্রেতা বলেন, সব কিছুর দামই বেশি তাই। দুই দিন আগেও মূল্য ১ টাকা ছিল, এখন বৃদ্ধি পেল কেন এমন প্রশ্নে তিনি বলেন, তেলের দাম বাড়ছে তাই।

তার ব্যবসায় ব্যবহৃত বাহন ও পণ্যের সাথে জ্বালানি তেলে সম্পৃক্ততা না থাকার পরও কেন তিনি দাম বৃদ্ধি করেছেন এমন প্রশ্নে বিক্রেতা বলেন, বাজারে সবকিছুই যুক্ত, সবকিছুর দামই উর্ব্ধগতি। যার প্রভাব তাদের উপরেও পড়ছে, তাই দাম বৃদ্ধি পেয়েছে।

আপাত দৃষ্টিতে সংখ্যাটা ছোট হলেও অর্থনীতির ভাষায় দ্বিগুণ মূল্যস্ফীতি হয়েছে। ক্ষুদ্র হলেও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে প্রায় সকল ক্ষেত্রে। 

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles