সর্বশেষ

42.1 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

ঝড়-বৃষ্টির পূর্বাভাস সারাদিন

টপ নিউজ ডেস্কঃ বুধবার (৬ জুলাই) সারা দেশে আবহাওয়া অফিস বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণ । বৃষ্টিপাতের প্রবণতা পাঁচদিন অব্যাহত থাকতে পারে ।

মঙ্গলবার (৫ জুলাই) রাতে এ তথ্য জানা গেছে আবহাওয়ার পূর্বাভাসে ।

এতে বলা হয়েছে, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণ ।

সকাল থেকেই জানা গেছে রাজধানীসহ দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে বলে ।

এদিকে, ২৪ ঘণ্টার আবহাওয়ায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও আবহাওয়া অফিস জানায় । রাজশাহী অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ এবং তা অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার রাঙ্গামাটি, নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সীতাকুণ্ডে রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিন, রাজশাহীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল । এছাড়া, সর্বোচ্চ ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল ঢাকায় ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles