সর্বশেষ

36.1 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

টাকার নেশায় চিকিৎসক সিরিয়াল কিলার হয়ে গেলেন

টপ নিউজ ডেস্কঃ ভারতে সিরিয়াল কিলিংয়ের এমন কিছু ঘটনা রয়েছে, মানুষের গায়ে যা কাঁটা দেবে। পুলিশ কর্মকর্তারাও তদন্ত করেছেন যখন , তখন এমন ভয়াবহ তথ্য সামনে এসেছে, যা দেখে চমকে গেছেন তারাও । ২০০৪ সালে দিল্লি পুলিশের হাতে ধরা পড়ে এমনই এক সিরিয়াল কিলার । তবে তার খুন করার পদ্ধতি শুনে পুলিশ কর্মকর্তারাও দেবেন্দ্র শর্মা ওরফে দেবিন্দর ঘাবড়ে যান , যিনি বেশি পরিচিত ‘ডক্টর ডেথ’ (মৃত্যুর চিকিৎসক) নামে । পেশায় চিকিৎসক হলেও রোগীদের প্রাণ বাঁচানোর বদলে খুন করেছেন তিনি একের পর এক ।

পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ চলাকালে দেবেন্দ্র খুব শান্ত মাথায় বলেছিল, একটা সময় পর সে ছেড়ে দিয়েছিল খুনের হিসাব রাখা । সারা জীবনে খুন করেছেন তিনি ৫০-এর বেশি । ১০০-ও হতে পারে সেই সংখ্যা— এমনই জানিয়েছিলেন তিনি। খুনের পেছনে উদ্দেশ্য কী ছিল, দেবেন্দ্র জানায় তা জিজ্ঞাসা করতেই , বহু দিন ধরেই দিন কাটাচ্ছিল আর্থিক টানাপড়েনের মধ্য দিয়ে । রাস্তা খুঁজছিল সে অর্থ উপার্জনের । তাই শেষ পর্যন্ত এই পথই দেবেন্দ্র বেছে নেয় । বিহার থেকে আয়ুর্বেদিক নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করার পর নিজের ক্লিনিকেই ১১ বছর ধরে
রোগী দেখত দেবেন্দ্র। সেই সময় তার আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো ছিল না।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles