সর্বশেষ

36.2 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ট্রাম্পের বাড়িতে রাষ্ট্রীয় গোপন নথি

টপ নিউজ ডেস্কঃ চলতি মাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিলাসবহুল মার-এ-লাগো বাসভবনে এফবিআই’র অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রে তোলপাড় চলছে । বেশ কিছু গোপন নথি সেখান থেকে পাওয়া গেছে বলে জানা গেছে। তবে এর আগে গত জানুয়ারি মাসে ফ্লোরিডার ওই একই বাড়ি থেকে সাত শতাধিক পৃষ্ঠার রাষ্ট্রীয় গোপন নথি দেশটির ন্যাশনাল আর্কাইভস কর্তৃপক্ষ উদ্ধার করেছিল ।

গত ১০ মে ট্রাম্পের অ্যাটর্নি ইভান করকোরানের কাছে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত আর্কাইভিস্ট ডেবরা স্টিডেল ওয়াল একটি চিঠি পাঠান । গত সোমবার (২৩ আগস্ট) রাতে চিঠিটি রক্ষণশীল সাংবাদিক জন সলোমন প্রকাশ করেছেন , যাকে অনুমতি দিয়েছিলেন ট্রাম্প তার প্রেসিডেন্সিয়াল রেকর্ড অ্যাক্সেস করার । মঙ্গলবার চিঠিটির একটি কপি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভসের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে ট্রাম্পের বাড়ি থেকে যে ১৫ বাক্স ভর্তি ‘গোপন উপকরণ’ ন্যাশনাল আর্কাইভস উদ্ধার করেছিল ও রেকর্ডস প্রশাসন (এনএআরএ), তার মধ্যে বেশ কয়েকটিতে লেখা ছিল ‘টপ সিক্রেট’ ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles