সর্বশেষ

33.7 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

তানোরে পদ-পদবি ও বেতন স্কেল বৈষম্য নিয়ে ভূমি ও প্রসাশনের কর্মচারীর লাগাতার কর্মবিরতি পালন

সোহেল রানা, রাজশাহী প্রতিনিধিঃ বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতি (বাবিককাকস) ও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) বাংলাদেশ ভূমি প্রসাশন সহকারী সমিতি, রাজশাহী জেলা শাখার আওতাধীন তানোর উপজেলার সদস্যরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে। ১মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হচ্ছে।সংশ্লিষ্ঠরা জানান,ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে জেলা প্রসাশকের কার্যালয় (রাজস্ব প্রসাশন/উপজেলা/সার্কেল) ভূমি অফিসে কর্মরত ১৩-২০তম গ্রেডের কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড বাস্তবায়নের নিমিত্ত বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতি (বাবিককাকস),বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কর্তক ঘোষিত কর্মসূচীর সাথে একাত্মতা পোষন পূর্বক পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হচ্ছে।

কর্মবিরতির অংশ হিসেবে প্রতিদিন দিনের মতো রবিবার সকাল ৯টায় তানোর উপজেলা ভূমি অফিসের সামনে ব্যানার নিয়ে কর্মবিরতি পালনে অংশ নেন মোঃ সাহিনুর রহমান,নাজির। ইসমাত আরা জমা সহকারী, আরশাদ আলী জারি কারক সহ তানোর উপজেলার ভূমি কর্মচারি বৃন্দারা উপস্থিত ছিলেন।

সম্পাদনাঃ সাদী ইউসুফ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles