সর্বশেষ

37.9 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

তিন যুদ্ধাপরাধীর ফাঁসির রায়

টপ নিউজ ডেস্কঃ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণের মত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৌলভীবাজারের বড়লেখার দুই ভাইসহ তিনজনের আদালত ফাঁসির রায় দিয়েছে । দণ্ডিত তিন যুদ্ধাপরাধী হলেন, আব্দুল আজিজ ওরফে হাবুল , আব্দুল মান্নান ওরফে মনাই এবং তার ভাই আব্দুল মতিন। তাদের মধ্যে আব্দুল মতিন পলাতক; বাকি দুজন রায়ের সময় উপস্থিত ছিলেন আদালতে ।

বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার ঘোষণা করে এ মামলার রায় । এ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন কে এম হাফিজুল আলম এবং বিচারপতি মো. আবু আহমেদ জমাদার ।

সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ২৪০ পৃষ্ঠার তিন বিচারক এ রায়ের সারসংক্ষেপ পড়ে শোনান। যুদ্ধাপরাধের পাঁচ অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয় সবার সর্বোচ্চ শাস্তি । এর মধ্যে আজিজ ও মতিনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দুটি অভিযোগে , অন্য দুটি অভিযোগে তাদের কারাদণ্ড হয়েছে মোট ৩০ বছর করে । আর মান্নানকে এক অভিযোগে মৃত্যুদণ্ড এবং আরেক অভিযোগে দেওয়া হয়েছে রায়ে ১৫ বছরের কারাদণ্ড।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles