সর্বশেষ

33.9 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

দাম বেড়েছে সব ধরনের মসলার

টপ নিউজ ডেস্কঃ দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে সব ধরনের মসলার । ব্যবসায়ীদের দাবি ডলারের মূল্য বৃদ্ধির কারণে মসলার দাম বেড়েছে সব ধরনের ।

হিলি বাজার ঘুরে দেখা যায়, বিক্রি হচ্ছে ৩৯০ থেকে ৪১০ টাকা কেজি দরে প্যাকেটজাত জিরা । আর ৩৮০ টাকা খোলা জিরা । এক সপ্তাহ আগেও প্যাকেটজাত ৩৪০ আর বিক্রি হয় খোলা ৩৩০ টাকায় ।

এদিকে, বিক্রি হচ্ছে কালো এলাচ আগে ছিল ৯৪০ এখন ১০১০ আর সাদা এলাচ ১৭০০ এখন ১৮০০ থেকে ১৮৫০ টাকায় । লবঙ্গ আগে এক হাজার টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১০৭০ টাকায়।

বাজারে মসলা কিনতে আসা আসলাম আলী বলেন, দাম বেড়েছে প্রতিটি মসলার । কেউ বলছে ডলারের দাম বেশি আবার এমনিতে বেড়েছে কেউ বলছে । দোষ দেই কাকে ।

ভ্যান চালক আসাদ জানান, আমরা গরিব মানুষ বুঝি না ডলার । দাম কমলে আমাদের মসলা উঠে তরকরিতে, না হলে উঠে না।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles