সর্বশেষ

24.8 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

দিল্লি যাচ্ছেন মমতা, মোদীর সঙ্গে বৈঠক

টপ নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দিল্লি যাচ্ছেন । যদিও নরেন্দ্র মোদী দিল্লিতে তৃণমূল নেত্রী মমতার সঙ্গে আলাদা দেখা করলে, পশ্চিমবঙ্গে বিজেপি নেতা-কর্মীদের মনোবল ধাক্কা খাবে বলে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে এসেছিলেন ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী যেন দেখা না করেন মমতার সঙ্গে ।

জানা গেছে, বৃহস্পতিবার (৪ আগস্ট) মমতা দিল্লি যাচ্ছেন । শুক্রবার বিকেল সাড়ে চারটের সময় প্রধানমন্ত্রী সঙ্গে তিনি বৈঠক করবেন । আর সন্ধ্যা সাড়ে ছ’টার সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ। এদিকে রাজ্যে দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি , সিবিআই-ইডির তদন্ত, ও টাকা-সোনার হদিস মেলার পরিপ্রেক্ষিতে মোদী-মমতার আসন্ন বৈঠক তাৎপর্যপূর্ণ। যদিও শুভেন্দুদের বক্তব্য ছিল, দুর্নীতির বিষয়টি নিয়ে তৃণমূলকে যখন চেপে ধরা গিয়েছে , তখন এ ধরনের বৈঠক কর্মীদের ভেঙে যেতে পারে মনোবল । কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, রাজ্য বিজেপির নেতাদের গুরুত্ব দেওয়া হয়নি এই দাবিকে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles