সর্বশেষ

26.5 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৪, ২০২৩

দুই অনাথের বিয়ে দিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক

- Advertisement -

টপ নিউজ ডেস্কঃ এতিম ও প্রতিবন্ধীদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। রঙিন আলোকসজ্জা আর সাজ সাজ রব কাগজের ফুলে । দেখে মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি। বাস্তবেই এই কেন্দ্রটি সমাজকল্যাণ অধিদপ্তরের আজ বিয়ে বাড়িতেই পরিণত হয়েছে।

- - Advertisement - -

এখানে বেড়ে উঠা দুই অনাথ মেয়ে শাকিলা ও নয়ন তারার আজ বিয়ে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে সিলেটের ওসমানীনগরের বর আল আমিনের সঙ্গে কনে শাকিলা ইসলাম ও মৌলভীবাজার সদরের কনকপুরের বর মো. সাব্বির এর সঙ্গে বিবাহ সম্পন্ন হয় কনে নয়ন তারার ।

- Advertisement -

মা, বাবা ও ঠিকানাহীন এই দুই কন্যার অভিভাবক হয়ে বরের হাতে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান তুলে দেন। বিয়েতে উপহার হিসেবে নববিবাহিত দুই পরিবারকে নগদ এক লাখ করে মোট দুই লাখ টাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার দেন।

শাকিলা ও নয়ন তারার বিয়ে দেখে উৎফুল্ল এই কেন্দ্রে থাকা আরও ত্রিশ চল্লিশটি মেয়েও। তারাও শুভ কামনা জানাচ্ছেন তাদের দুই সহনিবাসীর জন্য ।

এতিম মমতা বেগম বলেন, আমরা আনন্দিত তাদের দুই জনের বিয়ে হচ্ছে দেখে । আমরা আশা করছি আমরা এখানে যারা আছি, তারা এভাবে জীবন ফিরে পাবো নতুন করে । আমরা আমাদের পরিবার হারিয়েছি কিন্তু নতুন করে বাঁচতে পারবো আবার ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles