সর্বশেষ

33.9 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

দেশের বাজারের চিনিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছেন

টপ নিউজ ডেস্কঃ দেশের বাজারের পাঁচটি ব্র্যান্ড ও ২টি নন-ব্র্যান্ডের চিনিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছেন আশঙ্কাজনক মাত্রায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

আর এ মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ এতই বেশি যে, দেশের মোট জনসংখ্যার দেহে শুধুমাত্র চিনির মাধ্যমেই গড়ে ১০.২ টন মাইক্রোপ্লাস্টিক কণা প্রবেশ করতে পারে প্রতিবছর ।

গবেষণায় ঢাকার বিভিন্ন সুপার মার্কেট থেকে পাঁচটি জনপ্রিয় ব্র্যান্ড ও দুটি নন ব্র্যান্ডের চিনিতে কেজিপ্রতি গড়ে সংগ্রহ করা ৩৪৩.৭টি প্লাস্টিক কণার উপস্থিতি পেয়েছেন গবেষকরা। অধিকাংশ কণাই ছোট আকারের ৩০০ মাইক্রোমিটারের চেয়ে এবং কালো, গোলাপী, নীল ও বাদামী বর্ণের।

এছাড়া এসব প্লাস্টিক কণার মধ্যে রয়েছে এবিএস, পিভিসি, পিইটি, , সিএ,ইভিএ, পিটিএফই, এইচডিপিই, পিসি ও নাইলন নামক রাসায়নিক কণা।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles