সর্বশেষ

28.3 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

দেশে আরও একটি মেট্রোরেলের উদ্বোধন

টপ নিউজ ডেস্কঃ এক সপ্তাহ আগেই দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হলো। রাজধানীর উত্তরা থেকে এই মেট্রোরেল মিরপুর-মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি-৬ নামে পরিচিত। এবার আরও একটি মেট্রোরেলের নির্মাণ কাজ শুরু হচ্ছে ।

এমআরটি-১ নামে পরিচিত ও ৩১.২৪১ কিলোমিটার দীর্ঘ নতুন এই মেট্রোরেল বিভক্ত দুটি অংশে । অংশ দুটি হলো- বিমানবন্দর রুট (বিমানবন্দর থেকে কমলাপুর) ও পূর্বাচল রুট (নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো)। এটির কাজ চলতি মাসেই শুরু হচ্ছে বলে এমআরটি সংশ্লিষ্টরা জানিয়েছেন ।

এটির (এমআরটি-১) বিমানবন্দর রুট হবে দেশের প্রথম পাতাল বা আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল, যার মোট দৈর্ঘ্য ১৯.৮৭২ কিলোমিটার এবং মোট ১২টি পাতাল স্টেশন।

আর পূর্বাচল রুটের মোট দৈর্ঘ্য ১১.৩৬৯ কিলোমিটার, যার সম্পূর্ণ অংশ উড়াল এবং মোট ৯টি স্টেশন সংখ্যা । এরমধ্যে ৭টি স্টেশন হবে উড়াল। তবে নদ্দা ও নতুন বাজার স্টেশন দুটি বিমানবন্দর রুটের অংশ হিসেবে নির্মিত হবে পাতালে । সেই সাথে নতুন বাজার স্টেশনের সাথে এমআরটি-৫-এর সঙ্গে আন্তঃলাইন সংযোগ থাকবে।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles