সর্বশেষ

30.5 C
Rajshahi
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

দ্বিতীয় দিন শেষে ১১২ রানে পিছিয়ে টিম টাইগার

টপ নিউজ ডেক্স: উইণ্ডিজের অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনো ১১২ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হওয়া টাইগাররা দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৫০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে। ক্যারিবীয়দের ২৬৫ রানে অলআউট করে দিয়ে শেষ বিকেলে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

শুরুটা অবশ্য প্রথম ইনিংসের মতো বাজে হয়নি। উদ্বোধনী জুটিতে মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবাল তুলে ফেলেছিলেন ৩৩ রান। এরপরই আলজারি জোসেফের করা বলে উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা বাঁ দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে সাজঘরে ফেরান ওয়ানডে কাপ্তানকে। ৩১ বলে ২২ রান আসে তামিমের ব্যাট থেকে। তিন নম্বরে নামানো হয় মেহেদী হাসান মিরাজকে। তবে সেই কৌশল কাজে আসেনি, ৬ বলে মাত্র ২ রান করে আলজেরি জোসেফের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি।

এরপর দিনের বাকিটা সময় কাটিয়ে দিয়েছেন নাজমুল হাসান শান্ত ও মাহমুদুল হাসান জয়। শান্ত ২৩ বলে ৮ ও মাহমুদুল হাসান জয় ৬০ বলে ১৮ রান নিয়ে অপরাজিত আছেন।

সম্পাদনায়: শাহাদাত হোসাইন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles