সর্বশেষ

41.3 C
Rajshahi
মঙ্গলবার, জুন ৬, ২০২৩

নওগাঁ সাহিত্য পরিষদ হতে কবি অরিন্দম মাহমুদকে সংর্বধনা প্রদান

- Advertisement -

নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সাহিত্য পরিষদ এর পক্ষ হতে কবি- সম্পাদক অরিন্দম মাহমুদকে সংর্বধনা ও কবির সাথে একক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলার ধামইরহাট উপজেলার আলতাদিঘী জাতীয় উদ্যানে এর আয়োজন করা হয়।

আরো পড়ুনঃ নওগাঁয় আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রীর সাথে যুবক আটক

- - Advertisement - -

এসময় নওগাঁ সাহিত্য পরিষদ এর সহ সভাপতি কবি রবিউল মাহমুদের সভাপতিত্বে কবি- সম্পাদক অরিন্দম মাহমুদের সাহিত্যকর্ম তুলে ধরে বক্তব্য রাখেন, সহ সভাপতি অনিন্দ্য তুহিন, সাধারন সম্পাদক চর্যাপদ গবেষক ও গল্পকার আশরাফুল নয়ন,যুগ্ম সাধারন সম্পাদক রিমন মোরশেদ, ধামইরহাট পৌর কমিশনার আমজাদ হোসেন,জগদল আদিবাসী স্কুল ও কলেজ ইন্সটেক্টর ছাইদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে কবির স্বরচিত কবিতা পাঠ করেন কবি ও আবৃত্তি শিল্পি মারিয়া নূর, কবি গুলজার রহমান, সোহাগ হোসেন।

আরো পড়ুনঃ নওগাঁয় চাকুরী দেওয়া প্রতারক চক্রের দুই সদস্য আটকের ঘটনায় পুলিশের সংবাদ সম্মেলন

- Advertisement -

উল্লেখ্য যে, সম্প্রতি বগুড়া লেখকচক্র কবি সম্পাদক আন্ওয়ার আহমদ এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে লিটল ম্যাগাজিন ” পালকি” সম্পদনার জন্য অরিন্দম মাহমুদকে আন্ওয়ার আহমদ স্মৃতিপদক প্রদান করায় এ সংর্বদনা দেওয়া হয়।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

- Advertisement -

Related Articles

1 COMMENT

আপনার মন্তব্য

Latest Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page