টপ নিউজ ডেস্কঃ নতুন পেঁয়াজ এসে গেছে রাজধানীর বাজারে। পাইকারি বাজারে কেজিতে ৫ টাকা কমেছে দাম। রাজধানীর শ্যামবাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে ৪২ থেকে ৪৮ টাকা দরে। আমদানি পেঁয়াজ বিক্রি হচ্ছে মান ভেদে ৩০ থেকে ৪৫ টাকায়।
যদিও, পাইকারিতে পেঁয়াজের দাম কমলেও, কমেনি খুঁচরা বাজারে। রাজধানীর খুঁচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, গেল অর্থ-বছরে দেশে পেঁয়াজের উৎপাদন হয়েছে ৩৩ লাখ ৬২ হাজার ৩শ’ ৮২ টন। সরকারি সংস্থাটির প্রত্যাশা, চলতি অর্থ-বছরে উৎপাদন হবে আরও বেশি পেঁয়াজ।
ব্যবসায়ীরাও বলছেন, সপ্তাহ খানেকের মধ্যে ৩০ টাকা কেজিতে নেমে আসবে দাম। তবে পেঁয়াজ বাজারে শিগগিরই স্বস্তি আসার একটা সম্ভাবনা থাকলেও, তেমন আশা নেই চালের বাজারে। এবার ৫৫ লাখ ৭৭ হাজার হেক্টর জমিতে দেড় কোটি টন আমন ধান উৎপাদন হলেও দাম কমছে বরং উল্টো আরও বৃদ্ধি পাচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, চালের বাজারের নিয়ন্ত্রণ সরকার নয়, পুরো মিল মালিকদের হাতে। এদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ২১ (১) ধারা মোতাবেক মহাপরিচালকের ক্ষমতা ও কার্যাবলী অনুযায়ী আগামী শুক্রবার থেকে ‘পাকা রশিদে’ পণ্য কেনাবেচার নির্দেশ দেয়া হলেও, ব্যবসায়ীরা বলছেন, সরাসরি কৃষকের কাছ থেকে কেনা পণ্যে ‘পাকা রশিদ’ দেয়া সম্ভব নয়।
নতুন পেঁয়াজেও বাজার অস্থিতিশীল
- Advertisement -
- Advertisement -