সর্বশেষ

37.3 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

নয় মাস পর মাঠে ফিরে ছয় গোলের জয় মেয়েদের

টপ নিউজ ডেস্কঃ নয় মাস পর ফিফা প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দীর্ঘ সময় পর আন্তর্জাতিক অঙ্গনে ফিরলেও ৬-০তে মালয়েশিয়াকে গুঁড়িয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্পই রাঙিয়েছে লাল-সবুজের মেয়েরা।

প্রস্তুতি সন্তোষজনক হলেও নয় মাস ম্যাচ খেলার ভেতর না থাকার অভাব এবং র‍্যাঙ্কিংয়ে ৬১ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষকের সামনে নামা মোটেও সহজ ছিল না কৃষ্ণা-মনিকাদের জন্য। তবে মাঠের পারফরম্যান্স দেখে অবশ্য এসব ঘাটতি রয়েছে তা বোঝাই যায়নি। এই ম্যাচে জোড়া গোল করেছেন আঁখি খাতুন এবং একটি করে গোল করেছেন সাবিনা খাতুন, সিরাত জাহান স্বপ্না, মনিকা চাকমা ও কৃষ্ণা রানী সরকার।

অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে বড় হারের কারণ হিসেবে প্রস্তুতির অভাবকেই দায়ী করেছেন মালয়েশিয়া কোচ জ্যাকব এমজে জোসেফ। সেই সাথে, পাঁচ বছর আগে ২-১ গোলে হেরে যাওয়া বাংলাদেশ সময়ের ব্যবধানে অনেক এগিয়েছে, সেটি মানতেও দ্বিধা করেননি জোসেফ।

তিনি বলেন, ‘বাংলাদেশের প্রস্তুতি অনেক ভালো ছিল। ২০১৭ সালে আমরা তাদেরকে হারিয়েছিলাম, তবে মাঝে পেরিয়ে গেছে ৫ বছর। এখন ভিন্ন অবস্থা তৈরি হয়েছে।’

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles