সর্বশেষ

37 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

নিউ মার্কেটের সংঘর্ষের ঘটনায় পাঁচ জন গ্রেপ্তার

টপ নিউজ ডেস্কঃ নিউ মার্কেটের সংঘর্ষের ঘটনায় হয়েছে যে দুটি হত্যাকাণ্ড , তার সঙ্গে সম্পর্কিত পাঁচ শিক্ষার্থীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গ্রেপ্তার করেছে । ঢাকা কলেজের শিক্ষার্থী সবাই ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার ।

কে এম হাফিজ আক্তার বলেন, আমরা তদন্ত করছিলাম সংঘর্ষে ঘটে যাওয়া দুইটি হত্যা মামলার। আমরা গ্রেপ্তার করেছি এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ জনকে ।

গ্রেপ্তাররা হলেন- ঢাকা কলেজের হিসাব বিজ্ঞানের ছাত্র পলাশ ও আব্দুল কাইয়ূম , বাংলা বিভাগের ছাত্র ফয়সাল, সমাজ বিজ্ঞানের ছাত্র ইরফান ও ইতিহাস বিভাগের জুনায়েদ ইসলাম।

গ্রেপ্তাররা নাহিদ হত্যায় প্রত্যক্ষভাবে অংশ নেয় বলে ডিবি প্রধান জানান। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে নাহিদ হত্যা মামলায় ।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে ও ১৯ এপ্রিল দুপুরে নিউমার্কেটের দোকান-মালিক ও কর্মচারীদের সঙ্গে সংঘর্ষ হয় ঢাকা কলেজের ছাত্রদের । এতে নাহিদ ও মোরসালিন নামে দুজনের প্রাণহানি এবং আহত হন অর্ধশতাধিক মানুষ । এ ঘটনায় অন্তত দায়ের হয়েছে তিনটি মামলা ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles