সর্বশেষ

27.5 C
Rajshahi
রবিবার, মার্চ ২৬, ২০২৩

নেপালের বিমান দুর্ঘটনায় জনপ্রিয় লোক ঘরানার কণ্ঠশিল্পী নীরা নিহত হন

- Advertisement -

টপ নিউজ ডেস্কঃ নেপালে বিমান দুর্ঘটনায় দেশটির জনপ্রিয় লোক ঘরানার কণ্ঠশিল্পী নীরা ছান্তিয়াল নিহত হলেন ।

রবিবার (১৬ জানুয়ারি) ভেঙে পড়ে নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান । পোখরায় সেই দুর্ঘটনায় এই শিল্পী প্রাণ হারান ।

- - Advertisement - -

নীরার বোন হীরা ছান্তিয়াল শেরচান নিশ্চিত করেছেন দেহ শনাক্ত করে । জানিয়েছেন, মকর সংক্রান্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের জন্য নীরা পোখারা যাচ্ছিলেন। নীরা মৃত্যুর আগে ফেসবুকে শেষ পোস্টে লিখেছিলেন, ‘আগামীকাল পোখরায় মজা হবে অনেক ।’

জানা গিয়েছে, বিমানকর্মী এবং যাত্রীসহ বিমানে ছিলেন মোট ৭২ জন । ৬৮ জনের মৃত্যুর খবর মিলেছে। ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা বলেছেন, ২ শিশুসহ ১০ জন বিদেশি নাগরিক বিমানে ছিলেন। বিমানবন্দরের দেওয়া তথ্য অনুযায়ী, বিমানে ছিলেন ৫৩ জন নেপালি, ৫ জন ভারতীয়, একজন আইরিশ, ৪ জন রাশিয়ান, ২ জন কোরিয়ান, ১ আর্জেন্টাইন নাগরিক এবং একজন ফরাসি নাগরিক ।

- Advertisement -

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles