সর্বশেষ

26.2 C
Rajshahi
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

পদ্মা সেতুতে বিরামহীন বাস ঢাকা-বরিশাল রুটে

- Advertisement -

টপ নিউজ ডেস্কঃ পদ্মা সেতু চালু হবার পর একের পর এক নতুন নতুন আধুনিক বাস অন্তর্ভুক্ত হচ্ছে বরিশাল ঢাকা রুটে। এত দিন এ পথে ফেরির বিড়ম্বনা থাকায় বিলাসবহুল নামিদামি বাস চলাচল করেনি। তবে এখন এ পথে বিনিয়োগ করছেন পরিবহন ব্যবসায়ীরা।

আর সেতু চালুর পর থেকে যাত্রীচাপও বেড়েছে। ঈদে পদ্মা সেতুতে যাত্রীচাপ সামাল দিতে এখনই প্রস্তুতি চলছে বলে জানান সংশ্লিষ্টরা। খোঁজ নিয়ে জানা গেছে, ২০ থেকে ৩০ মিনিট পরপর ঢাকা থেকে বিলাসবহুল বিভিন্ন পরিবহন এসে থামছে বরিশাল নগরীর কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায়। যাত্রীদের নামিয়ে কিছুক্ষণ পর আবার যাত্রী নিয়ে ছুটছে ঢাকার পথে। পদ্মা সেতু চালু হওয়ায় তাদের নেই কোনো ভোগান্তি আর বিড়ম্বনা। এখন এই রুটে গ্রিনলাইন, ইলিশ, গ্রিন সেন্ট মার্টিন, গোল্ডেন লাইন, ইউনিক পরিবহনসহ আরো বেশকিছু নিয়মিত নতুন নতুন বাস চলাচল করছে বরিশাল-ঢাকা রুটে।

- - Advertisement - -

এদিকে নিরাপদে, আরামে ঢাকা থেকে বিলাসবহুল বাসে চড়ে পদ্মা সেতু পার হয়ে বরিশাল আসতে পেরে দারুণ খুশি বাসের সাধারণ যাত্রীরা। তবে এর মধ্যে ভাড়া নিয়ে প্রশ্ন অনেকের। আর পরিবহন শ্রমিকরা বলছেন, পদ্মা সেতু চালুর আগে আমাদের দুটি গাড়ি চলতো লঞ্চ পারাপারে। এখন পদ্মা সেতুর ওপর দিয়ে আমরা ৮টি গাড়ি ছাড়ি। এ ছাড়া পদ্মা সেতু চালুর পর এখন সাধারণত যাত্রীর চাপও বেড়েছে। এদিকে পদ্মা সেতু চালু হওয়ার পর এ রুটে যাত্রীর চাপ বেড়েছে আগের তুলনায় বেশ কয়েকগুণ।

কোরবানি ঈদে যাত্রীচাপ সামলাতে বাস বাড়ানোর প্রস্তুতিও নিচ্ছেন ব্যবসায়ীরা এমনটাই দাবি করছেন বরিশাল জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কিশোর কুমার দে। তিনি আরো বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে পদ্মা সেতু ওপর দিয়ে আমাদের আরও নতুন নতুন গাড়ি যাত্রীদের সেবায় আমরা নামাবো।

- Advertisement -

সম্পাদনায়ঃ শাহাদাত হোসাইন

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles