সর্বশেষ

27.5 C
Rajshahi
শনিবার, মার্চ ২৫, ২০২৩

পুনর্ব্যবহারযোগ্য পানির বোতলের ছিপিতে, প্যাঁচে কমোডের চেয়েও বেশি জীবাণু থাকে: বলছে সমীক্ষা

- Advertisement -

টপ নিউজ ডেক্স: পানির অন্য নাম জীবন। কিন্তু সেই ‘জীবন’ যে বোতলের মধ্যে ধরা থাকে, জীবননাশের কারণ যদি  তা-ই হয়ে দাঁড়়ায়, তাহলে। গবেষণা বলছে, পুনর্ব্যবহারযোগ্য পানীয় জলের বোতলে কমোডের চেয়েও কয়েক গুণ বেশি  থাকে জীবাণু।

- - Advertisement - -

আমেরিকার একদল বিজ্ঞানী, খাবার জলের বোতলের গা, ছিপির প্যাঁচ, মুখের ঢাকানা — ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করে, সন্ধান পেয়েছেন দু’ধরনের ব্যাক্টেরিয়ার।

- Advertisement -

অস্ট্রেলিয়ার ক্যাথলিক ইউনিভার্সিটির ক্লিনিক্যাল মনোবিদ এবং সহকারী অধ্যাপক কিওয়ং ইয়াপ বলেন, “সাধারণত শরীরের প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে এই দু’ধরনের ব্যাক্টেরিয়া  এবং তার মধ্যে বেশ কিছু ব্যাক্টেরিয়া পেটের রোগেরও কারণ।”

তবে, গবেষণায় আরও বলা হয়েছে যে, শুধু পানীয় জলের বোতল নয়, রান্নাঘরের সিঙ্ক-সহ বিভিন্ন বাসনপত্রেও থাকে এই জীবাণু । যেমন থাকে অফিসে কাজের জন্য ব্যবহার করা কম্পিউটারের মাউস, কিবোর্ড,  বা পোষ্যের খাওয়ার বাটিতে।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজ  মলিকিউলার মাইক্রোবায়োলজিস্ট, অ্যান্ড্রু এডওয়ার্ড বলেন, “মানুষের মুখগহ্বর বেশির ভাগ জীবাণুর আঁতুড়ঘর  । তাই মুখের কাছাকাছি আসা বোতলে এই ধরনের জীবাণু পরিবেষ্টিত হয়,  এমনটাই স্বাভাবিক।”

সম্পাদনায়: শাহনাজ সাফা

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles