শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে ট্যুরিস্ট পুলিশ পদ্মা ব্রিজ জোন’র উদ্যোগে জেলার সদর এলাকার বারো আউলিয়ার মাজার সংলগ্ন কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বেলা ১১ টার দিকে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ট্যুরিস্ট পুলিশ মুন্সীগঞ্জ পদ্মা ব্রিজ জোন ইনচার্জ মো. মহিউদ্দিন পিপিএম মত বিনিময়কালে বলেন, পুলিশের ভয় দেখিয়ে বাচ্চাকে ঘুম পাড়াবেন না। শিক্ষা দিবেন পুলিশ তাদের বন্ধু, পুলিশ তাদের নিরাপদ আশ্রয় জায়গা, পথ পারাপারের সময় বা পথ হারিয়ে গেলে পুলিশের কাছে সাহায্য নিতে। এছাড়া বার আউলিয়ার মাজারে আগত পর্যটকদের সাথে ভালো আচরণ করার পরামর্শ দেন তিনি।
পুলিশের ভয় দেখিয়ে বাচ্চাকে ঘুম পাড়াবেন না
- Advertisement -
- Advertisement -