সর্বশেষ

41.3 C
Rajshahi
মঙ্গলবার, জুন ৬, ২০২৩

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফল

- Advertisement -

টপ নিউজ ডেস্কঃ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনু্ষ্ঠিত হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা।

- - Advertisement - -

গতকাল রোববার (১৯ মার্চ) সরিফ আব্দুল্লার সেঞ্চুরীর সুবাদে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারী মডেল এন্ড কলেজ ২২ রানের বিশাল ব্যবধানে হারায় মসজিদ মিশন একাডেমীকে।

- Advertisement -

টস জয়ী বোর্ড মডেল ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট সংগ্রহ করে ৪১৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ সরিফ আব্দুল্লাহ ১৫২,  আল আমিন ২১, সাজিদ আল মেহবুব ৩৫ ও তাসনিম আলম অপরাজিত ৭৪ রান করেন। বিপক্ষ দলের পক্ষে মারুফ ৫৭ রানে ৫টি উইকেট নেন। জবাবে মসজিদ মিশন ব্যাট করতে নেমে  ১৮ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ রাজানুল কুদ্দুস ৩১, মেহেদী ফারুক ২৫ ও তারেক ৩১ রান করেন। বিপক্ষ দলের পক্ষে জয় রহমান ৪৪ রানে ৫টি, আবির আহমেদ ১৯ ও তাসনিম আলম ২৬ রানে ২টি করে উইকেট নেন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page