সর্বশেষ

27.5 C
Rajshahi
শনিবার, মার্চ ২৫, ২০২৩

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফল

- Advertisement -

টপ নিউজ ডেস্কঃ রাজশাহী  মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্টিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় আজ বুধবার  (১৫ মার্চ) অগ্রনী স্কুল এন্ড কলেজ ৬৮ রানে সরকারী ল্যাবরেটরী হাই স্কুলকে হারায়।

- - Advertisement - -

টস জয়ী অগ্রনী ব্যাট করতে নেমে ৩১ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ বিশাল ৩২, রাফিন ২৫ ও ফাহিম ৩৩ রান করেন। বিপক্ষ দলের পক্ষে নুর মুহাম্মদ ৫০ রানে ৪টি, জিহাদ আলম ৪৪ রানে ৩টি ও নাবিল ১৭ রানে ২টি  উইকেট নেন।

- Advertisement -

জবাবে সরকারী ল্যাবরেটরী হাই স্কুল  ব্যাট করতে নেমে ২৫.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩০ রান। দলের পক্ষে সর্বো”নুর মুহাম্মদ ৩৯ ও তাসকিন ২৪  রান করেন। বিপক্ষ দলের পক্ষে  রাফি ৪০ রানে ২টি ও বিশাল ৩৯ রানে ৬টি উইকেট নেন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles