সর্বশেষ

35.6 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

প্রয়োজনে ডিম আমদানি, ভোজ্যতেলের দাম পুনর্নির্ধারণ

টপ নিউজ ডেস্কঃ ডিমের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আজই একটি মিটিং হবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ডিমের দাম নিয়ে । বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে ডিম আমদানি করা হবে। এসময় ভোজ্যতেলের বিষয়ে মন্ত্রী বলেন, বিশ্ব বাজারে ভোজ্যতেলের দাম কমেছে, আবার বেড়েছে ডলারের দাম । এ দুটিকে বিবেচনায় নিয়ে নির্ধারণ করতে হবে একটি দাম । আমরা সেই চেষ্টাই করছি। খুব শিগগির তেলের দাম পুনর্নির্ধারণ করা হবে। বুধবার (১৭ আগস্ট) সচিবালয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী এক প্রশ্নের জবাবে । একটি ডিমের দাম ১৫ টাকায় পৌঁছেছে।

বাজার নিয়ন্ত্রণে ডিম আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কি না জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, একটু সময় লাগবে ‘ডিম আমদানি করতে তো । আমরা দেখি, যদি এমনটাই হয় যে সত্যি ডিম আমদানি করলে এটা কমবে, তাহলে আমরা ডিম আমদানির প্রক্রিয়ায় যাবো।’ ডিমের দাম নিয়ে বুধবারই একটি মিটিং হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সেখানে আলোচনা হবে কেন ডিমের দাম এমন হলো। তৃণমূলে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমরা সেগুলো দেখছি। বিভিন্ন সময় এমন অসুবিধা হয়েছে, সেগুলো আমরা অ্যাড্রেস করেছি। দু’চার/পাঁচদিনে সময় অবশ্য লেগেছে।’

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles