সর্বশেষ

43.2 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ফের শক্তিশালী ভূমিকম্প মেক্সিকোতে

টপ নিউজ ডেস্কঃ মেক্সিকোতে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালের দিকে দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানে ছয় দশমিক আট মাত্রার ভূমিকম্পটি । তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, ভূমিকম্পের কারণে মেক্সিকো সিটির বাসিন্দারাঘর থেকে বাইরে বের হয়ে আসে আতঙ্কিত হয়ে । এসময় ভূমিকম্পের সতর্ক সংকেতও বাজানো হয়।

এরপর মেক্সিকো সিটির মেয়র ক্লডিয়া শিনবাউম টুইটারে বলেছেন, রাজধানীতে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রথমে সাত মাত্রার ভূমিকম্প রেকর্ড করে, যা কয়েকদিন আগের ভূমিকম্প থেকে কিছুটা দুর্বল। তাছাড়া এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ দশমিক ৭ কিলোমিটার।

এর আগে সোমবার (১৯ সেপ্টেম্বর) দেশটির একই অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয় ৭ দশমিক ৬ মাত্রার । এতে অন্তত দুই জন নিহত হন। ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে মৃত্যু হয় ৩৫০ জনের বেশি মানুষের । ১৯৮৫ সালের একই দিনে ভূমিকম্পে প্রায় হাজারখানেক মানুষের মৃত্যু হয় দেশটিতে।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles