সর্বশেষ

31.1 C
Rajshahi
শুক্রবার, জুন ৯, ২০২৩

বছরের শেষ দিনের বাজারদর

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক:  সময়টা শীতকাল। এই মৌসুমে বাজারদরে সবজিতে মিলছে সস্তি । শীতকালীন সবজিতে বাজার রয়েছে ভরপুর। মাছের বাজার বেশ চড়া তবে মাংসের দাম অনেকটা আগের মতোই রয়েছে।

- - Advertisement - -

শনিবার (৩১ ডিসেম্বর) রাজশাহীর নিউ মার্কেট সংলগ্ন কাঁচা বাজার ঘুরে দেখা যায়, সবজি কিনতে যেয়ে ক্রেতাদের মধ্যে সস্তি বেশ । কারন বাজারে রয়েছে অনেক পদের সবজি, সাথে দামও হাতের নাগালে ।

- Advertisement -

 

বাজারে কাঁচা সবজির মধ্যে শিম ৩০ টাকা কেজি, ফুলকপি ১০ টাকা কেজি, গাজর-টমেটো-শসা ৪০ টাকা কেজি, লাউ প্রতি ২০ টাকা, বাধাকপি প্রতি ১৫ টাকা, পিঁয়াজের কলি ৮ টাকা আটি, বেগুন ১৫-২০ টাকা কেজি।

অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিস এর মধ্যে আঠাশ চাল ৬০-৬৫ টাকা কেজি, জিরা চাল ৭৫ টাকা, মসুর ডাল ১০০-১৪০ টাকা কেজি, বোতলজাত সয়াবিন তেল ১৮৮ টাকা লিটার, আটা ৬০-৭০ টাকা কেজি।

নতুন আলু কেজি প্রতি ২৮ টাকা, পুরানো আলু ২০ টাকা, পিঁয়াজ ৩০ টাকা, রসুন ১০০-১৩০ টাকা কেজি। সাদা ডিম প্রতি হালি ৩৪ টাকা এবং লাল ডিম ৩৬-৩৮ টাকা হালি।

মাছ-মাংসের বাজারের মধ্যে গরুর মাংসের দাম ৬৫০ টাকা কেজি, খাসির মাংসের দাম ৯০০-১০০০ টাকা কেজি এবং সোনালী মুরগি কেজি প্রতি ২৫০ টাকা , বয়লার মুরগি ১৫০ টাকা কেজি।

মাছের মধ্যে বড় ইলিশ ৯০০-১০০০ টাকা কেজি, ছোট ইলিশ ৫০০-৬০০ টাকা, মাঝারি চিংড়ি ৫৫০-৫৭০ টাকা, রুপচাঁদা ৪৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page