- Advertisement -
টপ নিউজ ডেস্কঃ রিভিউ না নেওয়ার হতাশায় দিনের তৃতীয় ওভারে পুড়তে হয়েছিল। তবে দ্বিতীয় সেশনে বাংলাদেশ দল আর সেই ভুল করেনি । মাঠের আম্পায়ার নটআউটের সিদ্ধান্ত জানালেও, রিভিউ নিয়ে সাজঘরে পাঠিয়েছে টাইগাররা কেগান পিটারসেনকে ।
তাইজুল ইসলামের করা ইনিংসের ৫১তম ওভারের তৃতীয় বল এগিয়ে এসে কেগান খেলতে চেয়েছিলেন । বল তার ব্যাট ফাঁকি দিয়ে সামনের প্যাডে আঘাত হানে । আম্পায়ারের সিদ্ধান্ত পক্ষে পায়নি জোরালো আবেদন করেও বাংলাদেশ।
- - Advertisement - -
সম্পাদনায়ঃ পূরবী রায় ।
- Advertisement -