সর্বশেষ

31.6 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বার্ন রোগী কখনোই পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা যায় না : ডা. সামন্ত

টপ নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনারে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে ঢাকায় চিকিৎসারতদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে এখনো কাউকে শক্তামুক্ত বলছেন না শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এই মুহূর্তে ভর্তি আছেন ১৭ জন। ধীরে ধীরে প্রত্যেকের শারীরিক অবস্থার উন্নতি হলেও এখুনি কাউকে শঙ্কামুক্ত বলতে রাজি নন চিকিৎসকরা। এদিকে, চোখ ক্ষতিগ্রস্ত আরও ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল থেকে আনা হয়েছে ঢাকায়।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, বার্ন রোগী কখনোই পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা যায় না, যতক্ষণ পর্যন্ত না সে হাসপাতাল থেকে ছাড়পত্র পাচ্ছে। যে তিনজন আইসিইউতে ছিল তার মধ্যে একজনকে কাল লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল, কিন্তু আজ সেটা খুলে দেয়া হয়েছে। সে মোটামুটি ভালো আছে তবে একদম সুস্থ হয়ে যায়নি এবং বাকিরাও।

তবে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি রোগীরা সুস্থ হয়ে উঠছেন বলে জানান সেখানকার চিকিৎসকরা।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles